পাথরঘাটায় নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটায় স্লুইজ গেটের মুখে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ইব্রাহিম (২৫) নামে এক জেলের নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী বাজার সংলগ্ন খালের স্লুইজ থেকে ৫’শ গজ দূর থেকে উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে ঘর থেকে পার্শ্ববর্তী স্লুইজ গেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। ইব্রাহিম উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী স্লুইজ গেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ইব্রাহীম। পরে তার ছোট ভাই আল আমিন অনেক খোঁজাখুঁজির পরে ভাইকে না পেয়ে পাথরঘাটা থানায় জিডি করেন। পরে তার বাড়িদে এসে স্লুইজ গেটের কাছে ইব্রাহীমের ফোন পওে থাকতে দেখে। এসময় পাথরঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের জানালে তারা ঘটনাস্থলে ছুটে এসে অনুসন্ধান চালায়। তাকে না পেয়ে পরবর্তী বরিশাল থেকে ডুবরী এনে পরপর দুদিন খালে তল্লাশি চালায়। পরে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে উদ্ধারের কাজে যোগ দেয় কোষ্টগার্ডের ডুবুরি দল। ইব্রাহিমের স্ত্রী সুমাইয়া জানান, গত মঙ্গলবার রাতে মাছ ধরার জন্য বের হয়ে আর ফিরে আসেনি সে। ইব্রাহিমের ছোট ভাই আলামিন হোসেন ছোট্ট জানান, রাতে তার ভাই বাড়িতে ফিরে না আসার খবর শুনতে পেয়ে চরদুয়ানি বাজারসহ আশপাশ এলাকায় খোঁজ নেন তিনি। পরবর্তীতে সকাল দশটার দিকে ইব্রাহিমের ব্যাবহৃত মোবাইল ফোন এবং জুতা দেখে তার সন্দেহ হয়। তখন তিনি ধারণা করেন হয়তো মাছ ধরে বাড়ি ফেরার পথে কোথাও তিনি নিখোঁজ হয়েছেন। পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান তারা তিনদিন ঘটনাস্থলে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা চালায়। শুক্রবার বেলা ১ টা ১০ মিনিটে দিকে স্লুইজ গেটে থেকে কিছু দূরে কচুরিপানার উপরে থেকে ভাসমান অবস্থায় ইব্রাহিমের লাশ উদ্ধার করে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, উদ্ধার হওয়া ইব্রাহিমের মরদেহে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠলো জেলের লাশ পাথরঘাটায় ২ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কাউখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে স্বামী- স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী লালমোহন উপজেলা ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর কমিটি গঠন মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,২ জনকে কুপিয়ে জখম মির্জাগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে সফল কৃষক শাহাজাদা কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: তিনদিন পরনিখোঁজেরপাথরঘাটায়মরদেহ-উদ্ধারযুবকের