ভোলার ৬ লেন রাস্তার জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ, শহরে আনন্দ মিছিল

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ভোলা জেলার প্রধান সড়ককে ৬ লেনে উন্নিত করার লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে ৮৫০ কোটি টাকা বরাদ্দের খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানিয়ে শহরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন পেশার মানুষ। মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম নকিব, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান প্রমুখ। জেলার ১৩০ কিলোমিটার সড়কের উন্নয়ন হওয়ার কথা রয়েছে।