বরিশালে গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ অনলাইন ডেস্ক : বাবা ও ছোট ভাইয়ের কাছে দুইটি চিঠি লিখে নিজের নামে ইস্যুকৃত রাইফেল দিয়ে গলায় গুলি চালিয়ে হৃদয় চন্দ্র দাস (২১) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুর একটার দিকে জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত ছয়তলা ব্যারাক হাউসের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় চন্দ্র দাস ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট চকদুশ এলাকার সুকন্ঠ চন্দ্র দাসের পুত্র ও জেলা পুলিশের কনস্টেবল হিসেবে এক বছর তিন মাস পূর্বে নিয়োগপ্রাপ্ত হন। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত সুপার মোঃ নাইমুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হৃদয় ব্যারাক হাউজের সামনে সেন্ট্রি ডিউটিরত ছিলো। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ব্যারাক হাউজের ছাদ থেকে তাকে উদ্ধার করে বিভাগীয় পুলিশ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হৃদয়কে মৃত বলে ঘোষণা করেন। তিনি জানান, হৃদয়ের পকেট থেকে দুটি চিঠি পাওয়া গেছে। বাবা ও ছোট ভাইয়ের কাছে লেখা চিঠি দুটিতে তিনি তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছেন। এছাড়াও তার পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি মেয়ের ছবি পাওয়া গেছে। তিনি আরও জানান, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সূত্র ধরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরেও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তার অস্ত্রসহ ছাদে যাওয়ার বিষয়ে যদি কোনো পুলিশ সদস্যর দায়িত্বে অবহেলা থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের সিনিয়র সহকারি কমিশনার মোঃ রাসেল জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: বরিশালে ভাইদের হাতে ভাই খুন বরিশালে হাত-পা বেঁধে মাটি চাঁপা দেয়া যুবক উদ্ধার বরিশালে খাদ্য সামগ্রী বিতরণ বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে ২৪ ঘন্টা ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস মির্জাগঞ্জে গৃহবধূর আত্মহত্যা বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা বরিশালে ভুয়া ডাক্তার-মাদক ব্যবসায়ীসহ আটক চার বরিশালে সাংবাদিক কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ বরিশালে বিষ প্রয়োগে খামারের ১১০টি হাঁস নিধন বরিশালে কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ যাত্রী নিহত বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল র্যাব SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্মহত্যাগুলি চালিয়েপুলিশ কনস্টেবলেরবরিশালে