মোবাইল ফোন না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে মোবাইল ফোন না পেয়ে নবম শ্রেণীর এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।রোববার সকাল ৯টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মীম আক্তার সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে ওই গ্রামের সহিদুল দেওয়ানের মেয়ে।

জানা যায়, সহিদুল দেওয়ান ঢাকায় রিকশা চালান। বাড়িতে স্ত্রী সালমা তিন সন্তান নিয়ে বসবাস করেন। কয়েকদিন আগে সালমা তার বড় মেয়ে মীমের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন। এরপর মায়ের সঙ্গে মীম অভিমান করে। বার বার চাওয়ার পরও ফোন না দেওয়ায় মীম রোববার সকালে নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।

প্রায় এক ঘন্টা পর মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন।

মীমের মা সালমা বেগম বলেন, সকালে মীমকে ঘরে রেখে আমি বিকাশে টাকা আনার জন্য দোকানে যাই। বাসায় ফিরে দেখি আমার মেয়ে ওড়নায় ঝুলছে।

বাউফল থানার এসআই শোভন বলেন, সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।