বাসচাপায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলীতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন মা-ছেলে এবং অপরজন ১৪ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নুপুর বেগম (৩২), তার ছেলে হাসিব (১২) এবং লামিয়া (১৪) নামে এক কিশোরী। লামিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পটুয়াখালী থেকে আমতলীগামী মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় পৌঁছে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এরপর বাসটি একটি মাইক্রোবাসের পেছনে থাক্কা দিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে আটকে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা অটোরিকশারর যাত্রীদের উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ঘাতক বাসটিকে থানায় আনা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। Share this:FacebookX Related posts: বরিশালে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আরিফ খন্দকার গ্রেফতার ঝালকাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনার ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন, ৪ চালকের দণ্ড বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করোনার ঝুঁকি এড়াতে মির্জাগঞ্জে স্কুল মাঠে বসল বাজার মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ কর্মগুণে পুরস্কার পেলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কাউখালীতে ৩২০ কেজি জাটকা জব্দ কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত সুন্দরবনে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ আটক ৪ SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রাণ গেলবাসচাপামা-ছেলে