বঙ্গোপসাগরে ২২ দিনেও খোঁজ মেলেনি ১৮ জেলের

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্যবন্দরে ১৮ জেলেসহ এফবি আল-হাসান নামের একটি মাছধরার ট্রলার ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া জেলে পরিবারগুলোতে উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ জেলে পরিবার সূত্রে জানান গেছে, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় ওই ট্রলারটি। এরপর থেকে কারও কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ওই সকল জেলে পরিবারে সদস্যরা উৎকণ্ঠা আর চাপা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

নিখোঁজ হওয়া জেলেরা হলেন, মাঝি নজরুল ইসলাম, জেলে আল-আমিন, মোঃ শাকিল, মোঃ শামিম, তোফাজ্জেল ফকির, রমজান তালুকদার, শাহআলম, মোঃ হোসেন, মোঃ খলিল, আব্দুল আজিজ, হাফিজুল্লাহ, আবুল কাশেম, মোঃ ইউসুফ, বাবুল, মোঃ কাশেম, কবির হোসেন, মোঃ বাবুল ও জগান্নাথ।

এসকল জেলারা মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে মাছ শিকারে যায় এরপর থেকেই আর কোন খোঁজ পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ইঞ্জিন নষ্ট হয়ে ট্রলারটি ভেসে বাংলাদেশের সীমানার বাইরে চলে যেতে পারে।

নিখোঁজ জেলেদের বাড়ি কলাপাড়া, বরগুনা ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে।

মৎস্য আড়তদার ও ট্রলার মালিক, লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জানান, নিখোঁজ হওয়া জেলেদের খোঁজা হচ্ছে। এ বিষয়টি কোস্টগার্ড ও নৌবাহিনীকে জানানো হয়েছে।

মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দেশের বিভিন্ন থানায় এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে।