নাগেশ্বরীতে নদের ঘাট থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

অনলাইন ডেস্ক ; নাগেশ্বরীতে অজ্ঞাত পঞ্চাশোর্ধ এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কালীগঞ্জে দুধকুমার নদের সিএন্ডবি ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, দুধকুমার নদের উজান থেকে স্রোতের টানে ভেসে এসে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে অজ্ঞাত ওই মহিলার লাশ কালীগঞ্জ সিএন্ডবি ঘাট এলাকায় কিনারে আটকে যায়। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা তা উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য তা কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।