নাগেশ্বরীতে জ্বলানি তেলের সংকটে সরবরাহ বন্ধ ফিলিং স্টেশনে

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করেই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে জ্বালানি তেলের সংকটে সরবরাহ বন্ধ হয়ে গেছে সব কয়টি ফিলিং স্টেশনে। খোলা বাজারেও পাওয়া যাচ্ছে না পেট্রোল-অকটেন। বিপাকে পড়েছেন মোটরযান ব্যাবহারকারীরা।

শুক্রবার সকাল থেকে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। উধাও হয়ে গেছে খোলা বাজারে পেট্রোল-অকটেন বিক্রির ভ্রাম্যমাণ দোকানগুলো। ফলে ফিলিং স্টেশনে ছুটতে দেখা গেছে মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানকে। সেখানেও গিয়ে হতাশ হয়ে ফিরেছেন তারা। মোটরযানে পেট্রোল-অকটেন ও ডিজেল দেয়া ফিলিং স্টেশনের ব্যক্তি তাদের জানিয়ে দিচ্ছেন ফুরিয়ে গেছে তাদের রসদ। তাই জোগান সংকটে আপতত সরবরাহ বন্ধ। তবে কবে নাগাদ স্বাভাবিক হবে তারা তা নিশ্চিত করে বলতে পারছেন না। এতে মহাবিপদে পড়েছেন মোটরযান ব্যাবহারকারীরা। উপজেলার সব কয়টি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, জোগান না থাকায় সকাল থেকে বন্ধ রয়েছে জ্বালানি তেলের সরবরাহ।

ব্যাংকার চন্দন গুহ জানান, শুক্রবার তিনি তার মোটরসাইকেলে পেট্রোল-অকটেন ভরতে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে না পেয়ে ফেরৎ আসেন। কর্মস্থল অনেক দূরের পথ। তাই মোটরসাইকেলে পেট্রোল-অকটেন ভরতে না পারলে তাকে ফিরতে অনেক ভোগান্তি পোহাতে হবে।

সংবাদকর্মী আখতারুজ্জামান পাভেল জামান জানান, ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন না পেয়ে তিনি অনেক ঘুরে এক ভ্রাম্যমাণ দোকানির কাছে প্রতি লিটার ১১০ টাকায় ২ লিটার অকটেন তার ভরেছেন। সেখানে তিনি দাঁড়িয়ে থাকতেইমুহূর্তেই ফুরিয়ে গেছে ওই দোকানির সব জ্বালানি তেল। পরে অনেকেই ফিরে গেছেন। প্রায় একই রকম কথা বলেন মোটরযান ব্যবহারকারী অনেকেই। তারা জানান, এ অবস্থা চললে তাদের অনেক কষ্টে পড়তে হবে।

উল্লেখ্য নাগেশ্বরী ফিলিং স্টেশন তাদের নিজস্ব কারণে বন্ধ থাকলেও উত্তরা, সততা, জুলেখা ও বালাটারী ফিলিং স্টেশন উপজেলায় ডিজেল, পেট্রোল, অকটেন সরবরাহ করে থাকে। জোগান না থাকায় সেগুলোতে এখন সরবরাহ বন্ধ রয়েছে।

উত্তরা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম জানান, গত দুই মাস ধরে রংপুর, পার্বতীপুর ও বাঘাবাড়ী ডিপো থেকে আমরা আমাদের চাহিদামতো জোগান পাচ্ছি না। ঈদের পরে সেখানেও মজুত ঘাটতি। ফলে জোগান না পাওয়ায় আমাদের ফিলিং স্টেশন মজুতশুন্য। তাই সরবরাহ নেই।