নান্দাইলে পৃথক অভিযান: ৩১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে আলাদা দুটি অভিযানে ৩১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। রোববার (১৬ এপ্রিল) সকালে নান্দাইল চৌরাস্তার একটি হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সাইফুল ইসলাম (৩০), রফিকুল ইসলাম টুটুল (৩২) এবং বাবুল মিয়া (৪০)।
র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে নান্দাইল চৌরাস্তা এল বিসমিল্লাহ্ হোটেলের সামনে থেকে রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে গাঁজা বেচাকেনার সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপকর্মের কথা স্বীকার করেছেন। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এ র‌্যাব কর্মকর্তা।
দৈনিক সময় সংবাদ