বাবরের রেকর্ড সেঞ্চুরিতে সহজ জয় পাকিস্তানের

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

অনলাইন ডেস্ক : বাবর আজমের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান।দলের জয়ের দিনে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক।

একমাত্র অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনটি সেঞ্চুরির মালিক এখন বাবর। দুইটি করে সেঞ্চুরি নিয়ে এতদিন বাবরের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ভারতের রোহিত শর্মা ও সুইজারল্যান্ডের ফাহিম নাজির।

এদিকে বাবর আজমের সেঞ্চুরির বিশ্বরেকর্ডের রাতে কিউইদের বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। বাবরের অপরাজিত ১০১ ও মোহাম্মদ রিজওয়ানের ৫০ রানে ভর করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তুলতে সক্ষম হয়। ১৯৩ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৫৪ রানে। ফলে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জয় পায় ৩৮ রানে। এতে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।