পিকআপ-বাসের সংঘর্ষে দুই চালক নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক : দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন।এ সময় নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হন। রোববার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের চালক গোলাম রব্বানী (৩৮) ও পিকআপ চালক আজাদ হোসেন। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা থেকে যাত্রী ছেড়ে আসা নাবিল পরিবহন দিনাজপুর আসছিল। বিপরীত দিক থেকে সবজিবোঝাই একটি পিকআপ গোবিন্দগঞ্জ যাচ্ছিল। পথে বিজুল বাজারে অদূরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক মারা যান। এ সময় অন্তত ১২ জন আহত হন। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। যান চলাচল স্বাভাবিক আছে। Share this:FacebookX Related posts: পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ তেঁতুলিয়ায় দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১৭ কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত জেলেদের সঙ্গে কোস্টগার্ডের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ বিরামপুরে ইমাম মোয়াজ্জিনরা পেলেন এমপির উপহার সামগ্রী জেলা প্রশাসনের ত্রাণ পেল ঠাকুরগাঁওয়ের ৫ হাজার দুস্থ পরিবার বিরামপুরে কৃষককে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন প্রদান ট্রাক-আলমসাধু সংঘর্ষে ৯ নির্মাণ শ্রমিকের মৃত্যু বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ, দুশ্চিন্তায় কৃষক পঞ্চগড়ে পুকুরে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু শ্রমিকদের লাগাতার আন্দোলনে কয়লা উত্তোলন বন্ধ SHARES Matched Content দেশের খবর বিষয়: দুই চালক নিহতপিকআপ-বাসেরসংঘর্ষে