বিরামপুরে ইমাম মোয়াজ্জিনরা পেলেন এমপির উপহার সামগ্রী

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মে ৫, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি: করোনায় চলমান সংকটময় মূহুর্তে খাদ্য সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের অংশ হিসাবে দিনাজপুরের বিরামপুর উপজেলার সকল মসজিদের ১ হাজার ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে নিজ অর্থায়নে ইফতার সামগ্রী উপহার প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক এমপি।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিজ হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

এসময় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বলেন, করোনাভাইরাসের কারনে ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তার পাশাপাশি আমার নিজ অর্থায়নে ৪৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। সেই ধারাবাহিকতায় আজ মসজিদের ১ হাজার ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী প্রদানকালে, উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, ইউএনও তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সার্কেল এ এসপি মিথুন সরকার, ওসি মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।