পঞ্চগড়ে পুকুরে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে আব্দুল্লাহ নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ এপ্রিল (বুধবার) সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড দক্ষিণ খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ ওই এলকার রশিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে যানা যায়, শিশু আব্দুল্লাহ বাড়ির সামনে খেলা করছিল। খেলতে খেলতে সকলের চোখ এরিয়ে বাড়ি সামনে পুকুরে পড়ে যায়। অনেক খোজা খুজির পর তার দাদা আইয়ুব আলী পুকুরের পানিতে দেখতে পায়। তাৎক্ষণিক তার দাদা পরিবারের লোকজনকে নিয়ে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাফি মোজ্জামেল শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, শিশুটি হাসপাতলে নেওয়ার আগেই মারা গেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ পুকুরের পানিতে পড়ে এক শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উলেখ্য শিশুটির বাবা-মা ঢাকায় চাকুরী করার কারণে সে দাদা-দাদীর কাছে থাকতো।