শ্রমিকদের লাগাতার আন্দোলনে কয়লা উত্তোলন বন্ধ

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ফুলবাড়ীর বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের লাগাতার আন্দোলনে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।

রোববার সকালে থেকে শ্রমিকরা খন্ড খন্ড মিছিল নিয়ে খনির মূল গেটে একত্রিত হন। সেখানে তারা বিক্ষোভ করেন এবং তাদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি খনি কর্তৃপক্ষের নিকট প্রদান করেন।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, খনির শ্রমিকদের অতি দ্রুত তাদের স্ব স্ব কর্মস্থলে যোগদান করাতে হবে। গেট উম্মুক্ত রাখতে হবে। শ্রমিকদের বকেয়া বেতন ভাতা প্রদান করতে হবে। ঈদের মধ্যেই ভেতরে কর্মরত শ্রমিকদের প্রোডাকশন ভাতা দেবার কথা ছিল, তা দেওয়া হয়নি। তা আজ-কালের মধ্যেই দিতে হবে। আমাদের দাবি না মানলে পরিবার পরিজন নিয়ে আমরণ অনশন পালন করবো।

এ সময় ঈদ করতে খনির বাইরে আসা শ্রমিকরাসহ বাইরের কয়েক হাজার শ্রমিক উপস্থিত ছিলেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর মাইন অপারেশন মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনে খনির কার্যক্রম বিঘ্ন হচ্ছে। আমাদের ১৩১০ নং ফেসে কয়লা উঠানো হচ্ছিলো তা শেষ হয়েছে। সে কারণে প্রোডাকশন ক্ষতিগ্রস্থ হচ্ছেনা। তবে ডেভেলপমেন্ট একটিভিটি ও অন্যান্য কাজে সমস্যা হচ্ছে। শ্রমিকদের দাবি নিয়ে চাইনিজ ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের মূল দাবি মূল গেট ওপেন করে দেওয়া। সে বিষয়ে কোন সিদ্ধান্ত এখনো হয়নি।