স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে সাহিদা বেগম (৩০) নামে এক নারী খুন হয়েছেন। ঘটনার পর থেকে স্বামী(দুলাল হোসেন) পলাতক (৩৮) আছেন। শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার বুড়িমারীর মুকলিবাড়ি এলাকায় এ ঘটনা। নিহত সাহিদা পাটগ্রাম উপজেলার কালিরহাট টেপুর গাড়ি গ্রামের সৈয়দ আলীর মেয়ে। স্বামী দুলাল উপজেলার বুড়িমারী মুক্তির বাড়ি এলাকার ওসমান গনির ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, ১০ বছর আগে উপজেলার বুড়িমারীর মুকলিবাড়ির এলাকার ওসমান গনির ছেলে দুলাল হোসেনের সঙ্গে একই উপজেলার কালিরহাট টেপুরগাড়ি এলাকার সৈয়দ আলীর মেয়ে সাহিদা বেগমের বিয়ে হয়। এরমধ্যে কোলজুড়ে আসে দুই সন্তান। স্বামী দুলাল হোসেন ও তার পরিবার যৌতুকের জন্য সাহিদা বেগমকে নির্যাতন করতেন। শনিবার সন্ধ্যায় ইফতারের পর স্বামী দুলাল হোসেন সঙ্গে স্ত্রী সাহিদা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীর ওপর চড়াও হয়ে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করেন দুলাল। সাহিদা ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়ে। প্রতিবেশীরা বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুলালকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে মুক্তিযোদ্ধার মায়েদের ‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রদান কুড়িগ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার পঞ্চগড়ে দশম শ্রেণী ছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা পঞ্চগড় জেলা প্রশাসকের পিএইচডি ডিগ্রী অর্জন স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও সহযোগীকে যাবজ্জীবন পুলিশ কর্মকর্তা ও সচিব পরিচয়ে প্রতারণা, নারীসহ আটক ৬ আত্রাইয়ে হারপিক খেয়ে গৃহবধূর আত্মহত্যা মির্জাগঞ্জে গৃহবধূর আত্মহত্যা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি লক্ষাধিক মানুষ পানিবন্দি নীলফামারীতে দলিল লেখক সমিতির অভিষেক অনুষ্ঠিত বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাকচাপায় ভারতীয় ট্রাকচালক নিহত দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: স্ত্রী খুনস্বামীর ছুরিকাঘাতে