সিএনজি অটোরিকশাসহ জনতার হাতে ৩ গরুচোর আটক

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে জনতার হাতে আটক হয়েছে গরু চোর চক্রের তিন সদস্য। শনিবার মধ্য রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার থেকে তাদেরকে সিএনজি অটোরিকশাসহ স্থানীয় জনতা আটক করে।

আটককৃতরা হলেন, পতনঊষার ইউনিয়নের মনসুর পুর গ্রামের মনু মিয়ার ছেলে আহমদ মিয়া(২০), পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার রাজনগর গ্রামের নিবারাম বিশ্বাস এর ছেলে বিপুর বিশ্বাস (৩১), টিলাগাও ইউনিয়নের আমানিপুর গ্রামের আব্দুল জব্বার ছেলে সবুজ আলি (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ২টার দিকে পতনঊষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে আসার সময় স্থানীয়রা শহীদনগর বাজারে সিএনজি অটোরিকশাসহ তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতি শমশেরনগর পুলিশ ফাঁড়ির কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করে।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে পতনঊষার ইউনিয়ন থেকে ৩টি গরু চুরি হয়েছে। এর আগেও অনেক গুরু চুরি হয়েছে। পুলিশ চোরচক্র খুঁজে না পেলেও আমরা চোরদেরকে হাতেনাতে আটক করে দিয়েছি। এবার চোরচক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হোক।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী চোরদের ধরতে সক্ষম হয়েছে। আইননুযায়ী আটককৃত তিন চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।