সুনামগঞ্জে গাঁজার বাগান জব্দ, আটক ১

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের একটি চৌকস টিম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর হতে একটি গাঁজার বাগান জব্দ ও গাঁজা চষে জড়িত সাক্তার মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জের ক্যাম্পের একটি চৌকস টিম ওই গাঁজার বাগান জব্দ এবং গাঁজা চাষীকে আটক করেন।

রবিবার রাতে র‌্যাব- সিলেটের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ ওবাইন জানান, রবিবার সকালের দিকে র‌্যাব সিপিসি- ৩ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম জেলার বিশ্বম্ভরপুরের মাইাজের টেক গ্রামে গাঁজা বাগান জব্দ করন অভিযানে যান।

গ্রামের সাক্তার মিয়ার বসতবাড়ির পেছনে চাষকৃত বাগান হতে ৪০টি গাঁজার গাছ উদ্যার করা হয়। একই সঙ্গে গাঁজা চাষে জড়িত থাকায় বাগান মালিক সাক্তারকে আটক করা হয়।

সহকারি পুলিশ সুপার মোহাম্মদ ওবাইন আরও জানান, জব্দকৃত গাঁজা গাছের ওজন প্রায় ৩০ কেজি হবে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে।