বাসে ধর্ষণ চেষ্টা: সহকারী গ্রেফতার

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে বাসের ভেতর এক তরুণীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় চালকের সহকারীকে গ্রেফতার করা হয়েছে।রোববার দিবাগত রাত ১টার দিকে ছাতক উপজেলার বুরাই গাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রশিদ আহমদ (২৭) ছাতক উপজেলার চরমমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীচর গ্রামের বাসিন্দা।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান এ তথ্য জানান।

গত শনিবার (২৬ ডিসেম্বর) দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে বাসের ভেতরে এক তরুণীকে ধর্ষণ চেষ্টা করেন চালক ও সহকারী। নিজেকে রক্ষা করতে গিয়ে বাস থেকে লাফ দেন ওই ছাত্রী। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওই তরুণীর বরাত দিয়ে তার চাচা জানান, দিরাই পৌর শহরে তাদের বাড়ি। তার ভাতিজি একাদশ শ্রেণির ছাত্রী। তার বড় বোনের বিয়ে হয়েছে সিলেটে। সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশেই তাদের বাড়ি। বড় বোনের বাড়িতে বেড়াতে যায় সে। শনিবার দুপুরে সিলেট থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে তাকে তুলে দেন তার বড় বোনের স্বামী। বাসটি যাত্রাপথে পথে বার বার থেমে যাত্রী ওঠানামা করতে করতে আসছিল। একপর্যায়ে বাসটিতে তার ভাতিজি একা হয়ে পড়ে। তখন সুযোগ পেয়ে বাসের সহকারী তার পোশাক ধরে টানা হেঁচড়া শুরু করেন। ধস্তাধস্তির এক ফাঁকে তার ভাতিজি বাস থেকে লাফ দিয়ে নেমে পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, একা পেয়ে বাসের চালক ও তার সহকারী মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করছিলেন। মেয়েটি তখন বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। পুলিশ বাসটি জব্দ করেছে।