স্ত্রী-শাশুড়িসহ চারজনকে খুন করে ঘাতকের আত্মহত্যা

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী, শাশুড়িসহ চারজনকে খুন করে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাল্লাতল চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নির্মলের স্ত্রী ডলি, শাশুড়ি লক্ষ্মী, প্রতিবেশী বসন্ত ও বসন্তের মেয়ে শিউলি। এরা সবাই চা বাগানের শ্রমিক।প্রতিবেশীরা জানান, ভোর ৫টার দিকে নির্মল ও ডলির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ডলিকে মারধর করতে থাকলে ডলি দৌঁড়ে অন্য ঘরে বাবা মায়ের কাছে চলে আসে। তখন নির্মল ধারালো অস্ত্র দিয়ে ডলিকে কোপাতে থাকে। মেয়েকে রক্ষা করতে শাশুড়ি ছুটে আসলে তাঁকেও কোপায় নির্মল। এরপর বসন্ত ও শিউলি সেখানে আসলে দু’জনকে এলোপাতাড়ি কোপাতে থাকে নির্মল। পরে চারজনের মৃত্যু হলে নির্মল নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক। বড়লেখা থানার কর্তব্যরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকসানা বেগম জানান, অভিযুক্ত খুনি নির্মল মাদকাসক্ত ছিলেন।