পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক ; পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএসএফের ছোড়া মাল্টিপল রাবার বুলেটের আঘাতে রবিউল ইসলাম (৫৪) নামে এক বাংলাদেশি কৃষক গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ভারিয়া পাড়া সীমান্তের ৪১৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। আহত কৃষক রবিউল ওই এলাকার ঝড়ু মোহাম্মদের ছেলে। বিজিবি, আহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ভারিয়া পাড়া সীমান্ত এলাকায় নিজ মরিচ ক্ষেতের পাশের জমিতে পলিথিন কাগজে পাঁকা মরিচ শুকাতে দেন রবিউল ইসলাম নামে স্থানীয় এক কৃষক। এসময় ভারতের ধনীরহাট বিএসএফ ক্যাম্পের ৫/৬ জন সদস্য এসে ওই কৃষকের মরিচ তুলে নিয়ে যেতে শুরু করে। এ সময় বাঁধা দিলে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের মাথায় মাল্টিপল রাবার বুলেট ছোঁড়ে। মাথা ও ডান চোখে আঘাত পেয়ে ঘটনাস্থলে মাটিয়ে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন তিনি। পরে পরিবারের সদস্যরা এসে কৃষক রবিউলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রহিমুল ইসলাম বলেন, ওই কৃষক ডান চোখে গুরুত্বর আঘাত পেয়েছেন। পুরো চোখ ও আশপাশ ফুলে গেছে। মাথা ও মুখে মাল্টিপল রাবার বুলেটের আঘাত দেখা যাচ্ছে। তার রক্তক্ষরণও ভালই হয়েছে। আমরা তার প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। যেহেতু আমাদের এখানে চোখের ভাল চিকিৎসা নেই। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মীরগড় কোম্পানী কমান্ডার আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনার পরপরই প্রতিবাদ জানিয়ে সোনাপাতিলা ক্যাম্পের মাধ্যেমে ভারতের ধনীরহাট ক্যাম্পের সাথে পতাকা বৈঠক করেছি। আগামীকাল (শুক্রবার) কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে হোম কোয়ারেন্টাইনে ১৮৮ জন পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে বেতনের টাকায় খাদ্য সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু পঞ্চগড়ে সানি নামের এক শিশু পাওয়া গেছে পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু পঞ্চগড়ে করোনাকে জয় করলো ৩ যুবক পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইনজীবী আটক: ফাঁসির দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে ১০৫৭টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার পঞ্চগড়ে ট্রাকের সংঙ্গে মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী নিহত পঞ্চগড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি SHARES Matched Content দেশের খবর বিষয়: গুলিতেপঞ্চগড়েবাংলাদেশি কৃষক আহতবিএসএফের