বিস্কুট নিয়ে বাড়ি ফেরা হলো না স্কুল ছাত্রের

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক ; নাটোরের বড়াইগ্রামে দোকান থেকে বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে শাওন আহমেদ (৯) নামে এক স্কুল ছাত্র ঘটনাস্থলেই নিহত ও তার বোন তৃষা (৪) গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গড়মাটি ঘাটপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ভাই বোন গড়মাটি ঘাটপাড়া গ্রামের সাইদুর রহমানের সন্তান এবং শাওন গড়মাটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

গোপালপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সেলিম হোসেন জানান, দুই ভাই-বোন সাথীদের সাথে খেলার ফাঁকে দোকান থেকে বিস্কুট কিনতে যায়। বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় পাবনা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মিতালী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে শাওন ঘটনাস্থলেই নিহত ও তার বোন আহত হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হলেও বাস চালক পলাতক রয়েছে।