অনিশ্চিয়তায় রাজশাহীর ৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক ; রাজশাহীর বাঘায় ৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলা নিয়ে এবারও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে কোন কিছু বলা হয়নি। উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেছেন, ঈদ মেলা হওয়া না হওয়া নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, ৫০০ বছর পূর্বে বাগদাদ থেকে হজরত শাহদৌলা (রাঃ) পাঁচজন সঙ্গীসহ বাঘায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। বসবাস শুরু করেন রাজশাহী শহর থেকে ৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিন কোণে পদ্মা নদীর তীরের কসবে বাঘায়। বাদশাহ নাসির উদ্দিন সে সময় তাঁর জন্য এখানে বিশাল একটি শাহী মসজিদ তৈরি করেন। মসজিদের পাশে ৫২ বিঘা জমির উপরে বিশাল দিঘি। কথিত আছে মনোবাসনা পূর্ণের জন্য মানুষ ঈদের সময় এ দিঘিতে গোসল করতে আসেন। এছাড়া, অনুষ্ঠিত হয় বিশাল আকারের ঈদের জামায়াত। সেই সাথে সু-বিশাল এলাকা জুড়ে বসে ঈদ মেলা। এবারো এ মেলা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। বাঘা ওয়াকফ্ এস্টেটের মোতোয়ালি খন্দকার মনছুরুল ইসলাম রইশ জানান, আবদুল আব্বাসী (রঃ) বংশের হযরত শাহ্ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) ও তার ছেলে হযরত আব্দুল হামিদ দানিশমন্দ (রহঃ) ওফাৎ দিবসে ধর্মীয় ওরস হয়। ওই ওরস উৎসবকে কেন্দ্র করে সাধকদের পীঠস্থান হিসেবে ওয়াকফ এস্টেটের এলাকাজুড়ে ৫০০ বছর যাবত ঈদুল ফিতরের দিন থেকে অনুষ্ঠিত হয় ঈদ মেলা। এবার মেলা হবে কিনা সে বিষয়ে আমি কিছু জানিনা। এই প্রতিষ্ঠনের সভাপতি জেলা প্রশাসক। তিনিই বলতে পারবেন মেলা হবে কি হবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, জেলা প্রশাসক মেলার বিষয়ে আমাকে এখনো কোন সিদ্ধান্ত দেননি। তবে ঈদ মেলা হওয়া না হওয়া নিয়ে কোন সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, এই মেলা সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। ১৫ দিনের জন্য ১০ শর্তে সর্বশেষ ২১ লাখ ৫২ হাজার টাকায় আনুষ্ঠানিকভাবে ইজারা প্রদান করা হয়েছিল। করোনা ভাইরাসের কারনে পরপর দুই বছর মেলা অনুষ্ঠিত হয়নি। Share this:FacebookX Related posts: রাজশাহীর ১ লাখ ৩০ হাজার পরিবার পেয়েছে খাদ্য সহায়তা বিনাখরচে রাজশাহীর চাষির আম ঢাকায় নিয়ে যাচ্ছে ডাক বিভাগ টানা বৃষ্টিতে বোরো ধান নিয়ে বেকায়দায় রাজশাহীর কৃষকরা রাজশাহীর সিটি হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি অক্টোবরেই খুলতে পারে রাজশাহীর প্রথম ফ্লাইওভার বাড়ি পাচ্ছেন রাজশাহীর ৬৯২ ভূমিহীন পরিবার শীতের দাপটে নাকাল রাজশাহীর জনজীবন, চরম দুর্ভোগে ছিন্নমূল মানুষ ঈদে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত আত্রাই রাজশাহীর দুর্গাপুরে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত রাজশাহীর বাসস্ট্যান্ড এলাকার শীর্ষ সন্ত্রাসী অনিক গ্রেফতার সারদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু সাপাহারে মারামারিতে লোহার কোচেঁর আঘাতে নিহত-১ SHARES Matched Content দেশের খবর বিষয়: ৫০০ বছরেরঅনিশ্চিয়তায়ঐতিহাসিক ঈদ মেলারাজশাহীর