উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে কুপিয়ে জখম : দুই বখাটে গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ অনলাইন ডেস্ক ; নাটোরের বড়াইগ্রামে উত্যক্তের প্রতিবাদ করায় ইসমাইল হোসেন (৫২) ও ইভা খাতুন (১৫) নামে দুই বাবা-মেয়েকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করেছে বখাটেরা। এ ঘটনায় মুল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ী গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আটকরা হলো উপজেলার জোয়াড়ী গ্রামের বাসিন্দা মো: রাব্বী (১৯) এবং কাছুটিয়া গ্রামের ফুল বাসিন্দা আলিফ হোসেন (২১)। থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, কিছুদিন যাবৎ রাব্বী জোয়াড়ী গ্রামের ইসমাইল হোসেনের মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করে আসছিল। শনিবার সন্ধ্যায় রাব্বী ও তার বন্ধুরা মোটর সাইকেল নিয়ে বাড়ির সামনে গিয়ে বারবার হর্ণ দেয়াসহ আজেবাজে কথা বললে ইসমাইল তাদেরকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা হাসুয়া ও রড দিয়ে ইসমাইলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় মেয়ে ইভা বাবাকে বাঁচাতে এগিয়ে এলে বখাটেরা তাকেও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় ইসমাইল হোসেনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইভা খাতুনকে বড়াইগ্রাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ ব্যক্তির মৃত্যুদন্ড আত্রাইয়ে চোলাই মদসহ আটক-২ লুটপাটের মামলায় বিতর্কিত ইউপি চেয়ারম্যানের কারাদন্ড, এলাকায় মিষ্টি বিতরণ রাণীনগরে ৬ জুয়াড়ির অর্থদণ্ড নওগাঁর ধামইরহাটে ২৬৭ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারী আটক খাদ্য কর্মকর্তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি: গ্রেফতার ৭ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক র্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক পাকস্থলিতে হেরোইন পাচারকালে রাজশাহীতে দুই যুবক গ্রেফতার পুঠিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে ধর্ষণে বাধা দেওয়ায় কলেজছাত্রীকে হত্যা SHARES Matched Content অপরাধ বিষয়: উত্যক্তেরকুপিয়ে জখমদুই বখাটে গ্রেফতারপ্রতিবাদ করায়বাবা-মেয়েকে