রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে মেসি

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

অনলাইন ডেস্ক ; রেনে ও লির কাছে টানা দুই ম্যাচে হারের পর জয়ে ফিরল ফরাসি চ্যাম্পিয়নরা। এদিন নিসের মাঠে মেসি গোল করলেন ও গোল করালেন। তাতে নিসকে ২-০ গোলে হারিয়ে লিগ ওয়ানে ফের ছয় পয়েন্টে লিড নিলো পিএসজি। ম্যাচে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। এতে নতুন মাইলফলকেও পোঁছেছেন ৩৫ বর্ষী আর্জেন্টাইন।

ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় এখন মেসি। আর এই মাইলফলক স্পর্শ করার পথে তিনি কেড়ে নিয়েছেন রোনালদোর একটি রেকর্ডও। এতদিন ৭০১টি গোল নিয়ে ইউরোপের শীর্ষ লিগে সমান গোলের মালিক ছিলেন মেসি ও রোনালদো। আর গতরাতের ম্যাচে ৭০২তম গোলটি করে রোনালদোকে পেছনে ফেলেন মেসি। বর্তমানে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক মেসি।

১৮ বছরে ৭০২টি গোল করতে মেসিকে হয়েছে ৮৪৬টি ম্যাচ। আর ৭০১ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯টি ম্যাচ। ইউরোপ ছেড়ে সৌদি আরবে চলে যাওয়ায় মেসিকে ছাড়িয়ে যাওয়ার আপাতত কোনো সুযোগ নেই রোনালদোর সামনে।