চুরির ১৬ দিনের মাথায় গরুসহ ৩ গরু চোরকে আটক

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : গত মার্চ মাসের ২২ তারিখ জাজিরা থানার চর শিমুলিয়া এলাকার মজিদ খানের ছেলে ইসমাইল খান(৩৯) এর বাড়িতে থাকা গোয়াল ঘর থেকে একটি ষাড় গরু এবং একটি গাভী গরু চুরি হয়ে যায়। যার প্রায় ১৬ দিনের মাথায় রাজবাড়ী জেলার বিভিন্ন জায়গা থেকে গরু দুইটিসহ ৩ জন গরু চোরকে আটক করতে সক্ষম হয়েছে জাজিরা থানা পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির জাজিরা থানায় একটি প্রেস ব্রিফিং করে বিষয়টি সাংবাদিকদের জানান। এসময় তিনি বলেন, জাজিরার চর শিমুলিয়া থেকে গরু চুরির ঘটনায় জাজিরা থানায় গত মাসের ৩ তারিখে ভুক্তভোগী ইসমাইল খান ৪/৫ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২৩/৫১ নম্বরের একটি মামলা দায়ের করেন।

ঘটনার তদন্ত করতে গিয়ে জাজিরা থানার পুলিশ পরিদর্শক মো: সুজন হক এবং পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আ: হালিম (৬-এপ্রিল) রাজবাড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এছাড়া জাজিরার চর শিমুলিয়া থেকে চুরি করে নেয়া গরু দু’টিও উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের আটক করা হবে বলেও জানান তিনি।

আটককৃতরা হলেন, শরীয়তপুর সদরের চর পালং এলাকার মৃত রশিদ খানের ছেলে তমির খান ওরফে বিপ্লব(২৬), রাজবাড়ি সদরের বোয়ালমারী এলাকার শেখ মতিয়ারের ছেলে মুরাদ হোসেন(৩০) এবং ফরিদপুর কোতোয়ালি থানার আইজুদ্দিন মুন্সির ডাঙ্গি এলাকার আলেফ সরদারের ছেলে মো: শহিদ সরদার(৪২)।

এছাড়াও তাদের সাথে থাকা ফরিদপুরের নগরকান্দার মধ্য জগদিয়া এলাকার মৃত হিরু মিয়ার ছেলে আসাদুজ্জামান শান্ত(৩৪) নামে তাদের আরও একজন সহযোগী ঘটনারদিন গরু নিয়ে যাওয়ার পথে মাদারীপুর সদরের ছিলারচর এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা যায়।

মামলার বাদী ভুক্তভোগী ইসমাইল খান বলেন, আমি ভেবেছিলাম চুরি হয়ে যাওয়া আমার এই গরু হয়তো আর কখনও পাবোনা। কিন্তু জাজিরা থানা পুলিশ অল্পদিনের মধ্যেই আমার গরু দুইটি উদ্ধার করে দিয়েছে। আমি জাজিরা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞ।

পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আ: হালিম জানান, আমাদের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির এবং জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এর দিক-নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীর বিভিন্ন জায়গা থেকে উক্ত তিনজন গরু চোরকে চুরি করা গরুসহ আটক করি।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক মো: সুজন হক জানান, আমাদের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির এর নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন সূত্র ধরে টানা ১৬ দিন চেষ্টা চালিয়ে অবশেষে উক্ত তিনজন চোরকে আটক করতে সক্ষম হয়েছি। এছাড়া তাদের চুরি করা গরু দু’টিও উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জাজিরা থানা পুলিশ মাত্র ১৬ দিনে চুরি হয়ে যাওয়া গরুসহ তিনজন চোরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি আমরা।