‘ছাত্রজীবন থেকেই হিযবুত তাহরীর সদস্য সানাউল্লাহ’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম এ তথ্য জানান। এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুর সেকশন ৬ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাজেদুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকশ আভিযানিক দল গত রাত আড়াইটার দিকে রাজধানীর মিরপুর মডেল থানার মিরপুর সেকশন ৬ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্যকে আটক করা হয়।’ তিনি বলেন, ‘আটককৃত এইচ এম সানাউল্লাহ ওরফে সবুজ (৩৩) পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত। সে ছাত্রজীবন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে জড়িত। ২০১৭ সালে হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় পুলিশ কর্তৃক গ্রেফতার হয় সবুজ। পরবর্তীতে জেল থেকে বের হয়ে পুনরায় সে সাংগঠনিক কার্যক্রমে তৎপর হয়ে উঠে।’ আটককৃত সবুজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘সে হিযবুত তাহরীর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে।’ র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘উদ্ধারকৃত মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ইমো, ম্যাসেঞ্জার ও ইউবটিউবের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর স্বপক্ষে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে আসছিল সে। অনলাইনে হিযবুত তাহরীর অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচিতি, যোগাযোগ রক্ষা ও প্রচার প্রচারণা চালিয়ে আসছিল সবুজ।’ তিনি বলেন, ‘উদ্ধারকৃত লিফলেটে ‘বর্তমান সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য, মিথ্যা অপপ্রচার, বিভিন্ন ধরনের গুজব, সাম্প্রতিক করোনা ভাইরাস নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ভ্রান্ত ধারণা সম্বলিত প্রচারণা রয়েছে। লিফলেটে বর্তমান সরকারের শাসন ব্যবস্থাকে তাগুতি আখ্যা দিয়ে অনতিবিলম্বে এ ব্যবস্থা অপসারণ করা এবং কথিত খিলাফত পুনঃপ্রতিষ্ঠার আহ্বান করা হয়েছে।’ আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। Share this:FacebookX Related posts: ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন, ইউএনও’র অভিযান পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক ধর্ষণের শিকার ৪ জন ঢামেকের ওসিসিতে ভর্তি রাতের আধারে পেঁয়াজসহ আটক ২ ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ গোপালগঞ্জে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার পল্লবী থানায় বিস্ফোরণ : তিনজন ১৪ দিনের রিমান্ডে ফেসবুকে বন্ধুত্ব করে টাকা আত্মসাৎ, গ্রেফতার ১৫ রায়পুরায় ছেলেধরা আটক, তিন শিশু উদ্ধার সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: 'ছাত্রজীবন থেকেইসদস্যসানাউল্লাহ'হিযবুত তাহরীর