মানিকগঞ্জে দুই মাদক ব্যবসায়ির কারাদন্ড

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সংরক্ষণ ও সেবনের দায়ে দুই মাদক ব্যবসায়িকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ্জুহুরা তাদেরকে কারাদন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের হুরমত আলীর ছেলে উজ্জল হোসেন (৩৬) ও সাটুরিয়ার উত্তর কাউন্নারা গ্রামের আমির আলীর ছেলে মো: আব্দুর রহমান (৬০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে উজ্জল ও উত্তর কাউন্নারা এলাকা থেকে আব্দুর রহমানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। উজ্জলকে হেরোইন সংরক্ষণ করার দায়ে ৬ মাস ও আব্দুর রহমানকে সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।