রাজধানীর চকবাজার থেকে জঙ্গি শাকিল গ্রেফতার

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর আঞ্চলিক প্রধান শাকিল ওরফে সাইফুল ইসলাম (৩১) কে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার বিকেলে র‍্যাব-১০ এর মেজর আনিছুর রহমান আনিছ (সিপিসি-৩) এ তথ্য নিশ্চিত করেন। এসময় ১২২ পাতা লিফলেট, ২টি জিহাদি বই, ৩টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়।

মেজর আনিছুর রহমান জানান, গ্রেফতার জঙ্গিকে বুধবার মধ্য রাতে ঢাকার চকবাজার ৬৩/১০, ওয়াসা রোড, চাঁদনীঘাট, পূর্ব ইসলামবাগস্থ লিফলেট বিতরণের সময় গ্রেফতার করা হয়। অনুসন্ধানের স্বার্থে বিষয়টি প্রকাশে দেরী হয়।

র‍্যাব জানায়, হিযবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ”কাশ্মিরের জনগণ মুসলিম উম্মাহ্’র অবিচ্ছেদ্য অংশ ”হাসিনা সরকারের ভারতের দালালির বিরুদ্ধে রখে দাঁড়ান” হে মুসলিমরা! মুশরিক ভারতের দখলদারিত্ব থেকে কাশ্মিরকে মুক্ত করতে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। হিযবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশ লেখাযুক্ত শিরোনাম ১২২ পাতা লিফলেট, জিহাদী বই ২টি এবং ২টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মেজর আনিছ জানান, গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। সে দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পরিপন্থী উগ্র ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য জিহাদী প্রচারপত্র বিলি করে সংগঠনের সদস্য সংগ্রহ করে আসছেন। এবং ধর্মীয় জঙ্গীবাদে যোগ দেয়ার জন্য নিরীহ লোকজনদের আহবান করছেন। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীতে যোগদানের ব্যাপারে সাধারন ও নিন্মমধ্যবিত্ত পরিবারের কোমল মনের যুবকদের উদ্ভুদ্ধ করে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ত বিপন্ন করার জন্য জনগণের যানমালের ক্ষতিসাধনের লক্ষ্যে উগ্র জঙ্গীবাদী ও উগ্র ধর্মীয় লিফলেট নিজেদের দখলে রেখে ও বিলি করার চেষ্টার মাধ্যমে নাশকতার সৃষ্টির পরিকল্পনা করে এবং একে অপরের যোগসাজসে অপরাধ সাংগঠনের জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ষড়যন্ত্র করে আসছে।

আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গী সংগঠন জেএমবি’র একজন সদস্য। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চকবাজর মডেল থানায় সন্ত্রাস বিরোধী মামলা হয়েছে।