ছেলেকে না পেয়ে বাবার হাত কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু ফলসী ইউনিয়নের ফলসী গ্রামের মকলেচুর রহমানকে রাতের আধারে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মাঠের মধ্যে ক্যানালের উপর হাত কাটার অভিাযোগ উঠেছে।এ ব্যাপারে আহতর ভাই এলেম মন্ডল জানান, রাতে নিজ বাড়ি থেকে ভাইকে কে বা কারা তুলে নিয়ে মাঠের ভিতর হাত কেটে ফেঁলে যায়, পরে তার চিৎকারে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি ঘটলে কুষ্টিয়া হাসপাতালে রের্ফার করে।ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মোবাইলে জানান, রাতের কোন এক সময় একদল সন্ত্রাসীরা মকলেচুর রহমানের ছেলে আকুলকে ধরতে এসেছিল, তাকে না পেয়ে তার পিতাকে ফলসী মাঠের ক্যানালের উপর হাতকেটে ফেলে যায়। পরে তার চিৎকারে এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া হাসপালে ভর্তি করে। তার বর্তমান অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

সাবেক এমপি আউয়াল ও স্ত্রীর বিরুদ্ধে তিন মামলা