হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে সাব্বির হত্যা মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার সকালে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার রাতে রাজধানীর মগবাজার থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ইউসুফ (৩৫) উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহীনগর গ্রামের রফিক উল্যার ছেলে।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) বাছিরউদ্দিন অবজারভারকে জানান, ইউসুফ উপজেলার বারাহী নগর গ্রামে সাব্বির হত্যা মামলার ১ নম্বর আসামি। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বুধবার রাতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মগবাজার থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক অবজারভারকে বলেন, আসামি ইউসুফ গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ লুকিয়ে থাকতো। নোয়াখালী জ্যেষ্ঠ হাকিম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।