ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ অনলাইন ডেস্ক : যশোরে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চুড়ামনকাঠি রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম সুমি (২২), সদর উপজেলার কমলাপুর গ্রামের জোহরা বেগম (৫৫) ও একই এলাকার বাসিন্দা ও ভ্যানচালক মাসুম হোসেন (২৮)। আহতরা হলেন- যবিপ্রবির মাস্টার্স বর্ষের শিক্ষার্থী মোতাসিন বিল্লাহ (২৪) ও সদর উপজেলার কমলাপুর গ্রামের আমজেদ আলী (৬৫)। নিহত জোহরা বেগমের স্বামী প্রতক্ষ্যদর্শী আমজাদ জানান, চুড়ামনকাটি বাজার থেকে তারা চৌগাছা সড়কের বেলতলার দিকে যাচ্ছিলেন। তারা স্বামী ও স্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও স্থানীয় আরেকজনসহ ভ্যানে পাঁচ জন যাত্রী ছিলেন। ভ্যানটি চুড়ামনকাঠি রেল ক্রসিংয়ের পাশে ইট ভাটার সামনে পৌঁছালে চৌগাছা থেকে বিএডিসির একটি ট্রাক তাদের চাপা দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও ঘটনাস্থলে ভ্যানচালকসহ তিন জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে নিহত ও আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, প্রায়ই যশোর-চৌগাছা সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। চালকদের বেপরোয়া চলাচল ও গতির কারণে এসব দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি ও আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘাতক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ট্রাকটি আটক করেছে পুলিশ। Share this:FacebookX Related posts: ঝিনাইদহে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-৩ ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় মা-ছেলের প্রাণ গেলো ট্রাকচাপায় ট্রাকচাপায় নিহত ৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৩ এপার বাংলা ওপার বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলায় হাজারও মানুষ গরীব কৃষকের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিল ছাত্রলীগের কর্মীরা প্রধানমন্ত্রী’র উপহার চেক পেল করোনাজয়ী কবিরুল কুষ্টিয়ার ৪টি পৌর নির্বাচনে ৩টি নৌকা ১টিতে মশাল বিজয়ী মোংলা পোর্ট পৌরসভায় আ.লীগের প্রার্থীর জয়, বিএনপির বর্জন নাবালিকা হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে : সেই শিক্ষক গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে গেল প্রতিবন্ধী গোলাম রসুলের শেষ সম্বল SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ট্রাকচাপাযনিহত-৩বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীসহ