প্রধানমন্ত্রী’র উপহার চেক পেল করোনাজয়ী কবিরুল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২০ বিভাষ দাস, চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে করোনা জয়ী কবিরুল মোল্লা (৩৫) উপহার স্বরূপ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ৩০ হাজার টাকার চেক পেয়েছেন। বুধবার দুপুরবেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম তাকে এ চেক প্রদান করেন। কবিরুল উপজেলার পাটড়পাড়া গ্রামের হাসান মোল্লার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার জানান, নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত মোঃ কবিরুল মোল্লাা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমপুর ইউনিয়নের পাতরাইল জামে মসজিদের মোয়াজ্জিম ছিলেন। গত ৯ এপ্রিল তিনি ফরিদপুরের পাতরাইল থেকে পাটরপাড়া গ্রামে আসেন। খুঁসখুঁসে কাশিসহ করোনার উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে ১১ এপ্রিল নমুনা পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রির্পোটে তার শরীরে করোনা পজেটিভ আসে। এরপর ১৫ এপ্রিল বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ আক্রান্তের বাড়ীসহ আশপাশের ১৬ বাড়ী লকডাউন ঘোষনা করেন। এরপর থেকে হোম আইসোলেশনে রেখেই তাকে স্বাস্থ্য বিভাগ চিকিৎসাসেবা শুরু করেন। ১৮ এপ্রিল ওই রোগীর দ্বিতীয় বারের মত নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রিপোর্টে তার শরীরে করোনা নেগেটিভ আসে। ২০ এপ্রিল তার তৃতীয় বারের মত নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তৃতীয় টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলে ২৩ এপ্রিল স্বাস্থ্য বিভাগ কবিরুলকে করোনামুক্ত ঘোষণা করেন। করোনা জয়ের পর কবিরুল প্রধানমন্ত্রীর দপ্তরে আর্থিক অনুদান চেয়ে একটি আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উপহার স্বরূপ ৩০ হাজার টাকার চেক আসে। যা বুধবার দুপুরবেলা তাকে প্রদান করা হয়। করোনা জয়ী মোঃ কবিরুল মোল্লা বলেন, আমি এখন পুরোপুরি সুস্থ্য। হোম আইসোলেশনে ১৪ দিন কেবল ডাক্তারি পরামর্শ মেনে চলেছি আর কোরান শরিফ পাঠ করেছি। আল্লাহর রহমতে এখন আমি পরিবারের সকলকে নিয়ে ভাল আছি। Share this:FacebookX Related posts: ‘শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ’ চিতলমারীতে একমাত্র ওয়্যারম্যান দিয়ে চলছে বিটিসিএল অফিস কেসিসি’র সড়ক বন্ধ করে দেওয়াল নির্মাণ দুর্ভোগে এলাকাবাসী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির পরিচিত সভা ও দোয়া মাহফিল বিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন খুলনা সিটি মেয়র বাগেরহাটে ডাক্তারের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট যশোরের বেনাপোলে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বেনাপোলে অস্ত্র, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ আটক-১ আম্পানে সাতক্ষীরায় সাড়ে ২২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ আম্পান কেড়ে নিল মা মেয়ের জীবন শিশুপাচার প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে নাগরিক সংলাপ রাসমেলায় যেতে বন বিভাগের পাঁচটি নিরাপদ রুট নির্ধারণ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: কবিরুলকরোনাজয়ীচেক পেলপ্রধানমন্ত্রীর উপহার