গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

অনলাইন ডেস্ক : ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মো. মাকসুদুল হক (৫৭) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার রাওনা ইউনিয়নের ধুপাঘাট গ্রামের বাসিন্দা ও মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

শুক্রবার সন্ধ্যায় গফরগাঁও-ভালুকা সড়কের কৃষ্ণবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসাশিক্ষক মাকছুদুল ও তাঁর প্রতিবেশী হেলাল উদ্দিন (৭৫) গফরগাঁও-ভালুকা সড়কে হেঁটে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে শবজে আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির (৩৫) গফরগাঁওয়ের দিকে আসার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই পথচারীকে ধাক্কা দেন।

এতে মাদ্রাসাশিক্ষক মাকসুদুল রাস্তায় ছিটকে পড়লে বিপরীত দিক থেকে একটি সিএনজি এসে তাকে চাপা দেয়। স্থানীয়রা শিক্ষক মাকছুদুল, হেলাল উদ্দিন ও মোটরসাইকেলচালক হুমায়ুন কবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকছুদুলকে মৃত ঘোষণা করেন এবং হেলাল উদ্দিনকে চিকিৎসা দিয়ে ভর্তি করলেও হুমায়ুন কবিরের পরিস্থিতির অবনতি হওয়ার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে ইচ্ছুক না।