শরতের ভারী বৃষ্টিতে ক্ষতির মুখে আগাম সবজি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : দেরিতে হলেও ভারী বৃষ্টিতে স্বস্তি ফিরেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমন চাষিদের মাঝে। তবে শরতের এই ভারী বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে উপজেলার আগাম শাক-সবজি চাষিরা। বৃষ্টির কারণে ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, টমেটো ও কাঁচা মরিচের গাছ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলার কৃষকরা। এদিকে ভরা বর্ষায় এবার বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিয়ে আমন ধানের চাষ করেছেন কৃষকরা। গত কয়েকদিনের ভারী বর্ষণে এখন এ উপজেলার মাঠঘাট পানিতে টইটুম্বুর। বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে উঠেছে আমন ধানের ক্ষেত। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে এ উপজেলায় ধানের চাষ হয়েছে ২০ হাজার ২৫০ হেক্টর জমিতে। আর এ বছর শীতকালীন আগাম শাক-সবজির চাষ হয়েছে ২০০ হেক্টর জমিতে। উপজেলার দলগাছা গ্রামের কৃষক মুনিরুজ্জামান জানান, বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা না পাওয়ায় আমরা জমিতে সেচে দিয়ে আমন ধানের চাষ করেছি। এতে আমন ধান চাষে ব্যয় বেড়েছে। তবে গত কয়েকদিন টানা বৃষ্টিপাত হওয়ায় এখন আমন ধানের ক্ষেত দেখে আমাদের মন ভরে যাচ্ছে। ধানের উৎপাদন খরচ অনেক বেশি তাই আবাদ করে তেমন লাভ হয় না। উপজেলার বাদলাশুন গ্রামের কৃষক জুয়েল রানা বলেন, বাড়তি লাভের আশায় প্রতি বছর আগাম জাতের সবজি চাষ করি। এবারও আড়াই বিঘা জমিতে ফুলকপি ও ৪ বিঘা জমিতে কাঁচা মরিচের চাষ করেছি। গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেতে পানি জমেছিল। এতে কিছু কিছু চারা গাছের গোড়া পচে যাচ্ছে। আর যাদের চারা গাছ ছোট ছিল তাদের আরও বেশি ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, বৃষ্টির কারণে আমন ধান অনেক ভাল হবে। কৃষি অফিস হতে আগাম শাকসবজি চাষিদের জমি থেকে বৃষ্টির পানি অতি দ্রুত বের করে দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে শীতকে উপেক্ষা করে মাঠে মাঠে চলছে বোরো ধান রোপনের প্রস্তুতি রাণীনগরে বিদেশী শীতকালীন সবজি স্কোয়াশচাষ,ফলন ও দামে খুশি চাষী সৌরভ প্রধানমন্ত্রীর উপহার পেলো আত্রাইয়ের কৃষকরা বিনাখরচে রাজশাহীর চাষির আম ঢাকায় নিয়ে যাচ্ছে ডাক বিভাগ সাপাহারে বিষ প্রয়োগ করে ১৫ হাজার আম গাছ ও চারা পুড়ে ফেলার অভিযোগ আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সবজির বীজ বিতরন দিনাজপুরে, শক্রতায়, বিনষ্ট বোরো বীজতলা আত্রাইয়ে লাঙ্গল দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি আত্রাইয়ে ইরি-বোরো ধান পরিচর্যায় ব্যস্ত কৃষক শীতের আগমনী বার্তায় আত্রাইয়ে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা আত্রাইয়ে সূর্যমূখী ফুল চাষে সফল কৃষক সদের উদ্দীন আত্রাইয়ে আগামজাতের ভুট্টা কর্তন শুরু বাম্পার ফলনের সম্ভাবনা SHARES Matched Content কৃষি বিষয়: আগাম সবজিক্ষতির মুখেভারী বৃষ্টিতেশরতের