গফরগাঁওয়ে স্বাস্থ্যকর্মী-চা বিক্রেতা করোনা আক্রান্ত

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মে ১২, ২০২০

অনলাইন ডেস্ক ; ময়মনসিংহের গফরগাঁওয়ে দু’জন স্বাস্থ্যকর্মী ও একজন চা বিক্রেতার করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও দু’জন নারী। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০ জন।

সূত্র জানায়, সোমবার সন্দেহভাজন ২৬ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের (পিসিআর) ল্যাবে পাঠানো হয়। তাদের মধ্য থেকে ধোপাঘাট ও ভারইল গ্রামের দু’জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও পৌর শহরের জামতলা মোড়ের এক বিক্রেতার করোনা রিপোর্ট পজিটিভ আসে। মোট আক্রান্তদের মধ্য থেকে ইতিমধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, নতুন আক্রান্তদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতি নেওয়া হচ্ছে।