উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করতে ছাত্রলীগ মাঠে কাজ করছে। সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল খাদ্য সংকট দূরীকরণে এসব শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যপণ্য বিতরণ করতে ছাত্রলীগকে উদ্বুদ্ধ করেন। তাই শতাধিক পরিবারের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।