গফরগাঁওয়ে ৫টি সরকারি কার্যালয় জলাবদ্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫টি সরকারি কার্যালয় ও একটি অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার মৌসুমে ভবনের সামনে ও মাঝে পানি জমে থাকে। এতে দুর্ভোগ পোহাতে হয় কার্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণকে। পত্র পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন ছাপা হলেও গত এক বছরে অবস্থার কোন উন্নতি হয়নি। রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিষদের কম্পাউন্ডের ভেতর কোর্ট ভবনের পুরাতন ভবনে গুরুত্বপূর্ণ ৫টি সরকারি কার্যালয় ইসলামিক ফাউন্ডেশন, যুব উন্নয়ন অফিস, পরিসংখ্যান অফিস, পাট কর্মকর্তার কার্যালয় ও সালটিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়। উপজেলা পরিষদের নতুন ভবন কিংবা পুরাতন ভবনেও স্থান হচ্ছেনা তাদের। কোর্ট ভবনের পুরাতন ভবনে চালাচ্ছেন তাদের দাপ্তরিক কাজ। এই ভবনের সামনে ও মাঝে হাঁটু পানি জমে আছে। অথচ পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাসের পর মাস পানি জমে থাকে ভবনের সামনে ও মাঝে। জমে থাকা পানিতে মশা বংশ বিস্তার করছে। প্রতিদিন অসংখ্য উপকারভোগী কার্যালয়গুলোতে আসেন। কিন্তু এসেই চরম বিড়ম্বনায় পড়েন তারা। হাঁটু পর্যন্ত কাপড় তুলে, জুতা হাতে নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করতে হয়। কিছুক্ষণ ভবনের ভেতরে বসে থাকলেই মশার উপদ্রপ টের পাওয়া যায়। এ নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি হলেও কতৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘কাদা পানির মধ্য দিয়ে আমরা অফিসে যাওয়া আসা করি। আমরা চাকরি করি, আমাদের তো যেকোন অবস্থায় অফিসে আসতেই হবে।উপজেলা পরিষদের নতুন ভবনে পুরাতন ভবন থেকে অনেক দপ্তর সরিয়ে নেয়া হয়েছে। পুরাতন ভবনে জায়গা থাকা সত্বেও আমাদের কোন ভাল জায়গা দেওয়া হচ্ছে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান বলেন, ‘এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি না বলতে পারবো না। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বলতে পারবেন।’ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘পৌর কতৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’ Share this:FacebookX Related posts: গফরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার গফরগাঁওয়ে খাদ্যসামগ্রী বিতরণ গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিক নিহত গফরগাঁওয়ে চেক, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ গফরগাঁওয়ে স্বাস্থ্যকর্মী-চা বিক্রেতা করোনা আক্রান্ত গফরগাঁওয়ে গরুসহ কৃষক অগ্নিদগ্ধ ঝড়ো হাওয়ায় গফরগাঁওয়ে গাছ উপড়ে ক্ষয়ক্ষতি গফরগাঁওয়ে সাপের কামড়ে রিকশাচালকের মৃত্যু গফরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের চারদিন পর কৃষকের লাশ উদ্ধার ১০ টাকার জন্য গফরগাঁওয়ে পেঁয়াজ ব্যবসায়ী খুন গফরগাঁওয়ে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ SHARES Matched Content দেশের খবর বিষয়: ৫টি সরকারি কার্যালয় জলাবদ্ধগফরগাঁওয়ে