গফরগাঁওয়ে সাপের কামড়ে রিকশাচালকের মৃত্যু

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওনা ইউনিয়নের খাওড়ামুকুন্দ গ্রামে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জসিম (১৬) ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি পেশায় রিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তার বসত করে ঘুমাচ্ছিল। রাত দুইটার দিকে একটি বিষধর সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে কবিরাজী চিকিৎসা করায়।

কিন্তু অবস্থার অবনতি হলে রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ময়মনসিংহ বাইপাস মোড় এলাকায় জসিম মারা যায়। রওনা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।