গফরগাঁওয়ে করোনায় আক্রান্ত মেয়র সুমনের সুস্থতা কামনায় দোয়া

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল সুমনের রোগমুক্তি কামনায় বুধবার দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে পৌরসভা কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্যানেল মেয়র শাহজাহান সাজুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সচিব জাহাঙ্গীর আলম, পৌর প্রকৌশলী মোঃ সানোয়ার হোসেন,পৌর কাউন্সিলর মশিউর রহমান কিরণ, ফাইজুর রহমান জীবন, আরিফুল ইসলাম ভূঁইয়া, বাবুল হাসান, শিহাব উদ্দিন, মোহাম্মদ আনিস, সোহরাব হোসেন ,লালচান সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

দোয়া মাহফিলে নগরপিতা এস এম ইকবাল হোসেন সুমনের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এছাড়া সংসদ সদস্যর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন করোনা সংক্রমন থেকে পৌরবাসীকে বাঁচাতে দিনরাত পরিশ্রম করেছেন। ঘরবন্দি শ্রমজীবি মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিতে গিয়ে তিনি করোণায় আক্রান্ত হন।