হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১
হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) বিকালে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের গরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষার্থী হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বীরগুছিনা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে সানজিল (২২) ।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী সানজিল স্থানীয় ধারা বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শ্যামলী বাংলার একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কেই পড়ে যায় সানজিল।

পরে যাত্রীবাহী বাসটি পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। পরে ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হালুয়াঘাট বাস টার্মিনালের দিকে চলে আসে। পরে হালুয়াঘাট থানা পুলিশ শ্যামলী বাংলা বাসটিকে শনাক্ত করে জব্দ করেন। নিহত সানজিল ধারা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সানজিল এর মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে আশে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ প্রতিবেদককে জানান , সড়ক দুর্ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।