গফরগাঁওয়ে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

বিভাগীয় কমিশনার মো.কামরুল হাসান সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।

যারা শপথ নিলেন, পুনরায় নির্বাচিত পৌর মেয়র এস এম ইকবাল হোসেন, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন) মোছাঃ শামছুন্নাহার শিখা, ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম ভূঁইঞা, সিহাব উদ্দিন ও আজিজুল ইসলাম, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন) নিলুফা ইয়াসমিন রত্না, ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন, মশিউর রহমান কিরন, আমান উল্লাহ আমান, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন) মোছা. পারভীন আক্তার, ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান সাজু, বাবুল হাসান ও মো. ফয়জুর রহমান জীবন।

গত ২৮ ডিসেম্বর গফরগাঁও পৌরসভা নির্বাচনে তারা বিজয়ী হন।

গফরগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন নাহার এ তথ্য জানান।