হাতিয়ায় পূর্ণিমার জোয়ারে ৩ ইউনিয়নের ১০ গ্রাম প্লাবিত
অনলাইন ডেস্ক : পূর্ণিমার জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৩টি ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। গত ৩ দিন ধরে প্রতিদিন জোয়ারে এসব এলাকা প্লাবিত হচ্ছে। পূর্ণাঙ্গ পূর্ণিমা সোমবার। তাই আগামী কয়েকদিন একই অবস্থা বিরাজ করবে।
জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ মেরামত না করায় এসব এলাকা অস্বাভাবিক জোয়ারের পানিতে সহজে প্লাবিত হয়। এতে সূখচর ইউনিয়নের চরআমান উল্যা, বৌবাজার, চেয়ারম্যান বাজার; নলচিরা ইউনিয়নের তুপানিয়া, নলচিরা ঘাট এলাকা; চরঈশ্বর ইউনিয়নের তালুদার গ্রাম মাইজচা মার্কেট এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ১০ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ি ডুবে যায়। তলিয়ে যায় ফসলি জমি, মাছের ঘের ও গবাদী পশুর আবাস্থল। নলচিরা ঘাটের প্রায় ২০টি দোকান ঘর স্রোতের টানে পানিতে ভেসে গেছে। জোয়ারের পানিতে অনেকের বাড়ির পুকুরের মাছ ভেসে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, বেঁড়িবাধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোন ফল পাওয়া যায়নি। এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেরামতে ব্যবস্থা করা হবে।