বগুড়ায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১২টায় বগুড়ার ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বগুড়া ডিবির একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সোয়া ১০টার সময় বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর থেকে তালোড়া রাস্তার মহিদা পুকুর ছাতিয়ানতলা কালভার্টের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার থেকে ডাকাতির প্রস্তুতিকালে ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের খান্দার এলাকার মো. আব্দুল ওয়াদুদের ছেলে মো. রাব্বি হোসেন (২২), মালগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো. আনোয়ার প্রাং এর ছেলে মো. হাবিবুর রহমান রনি (২৫), খান্দাট বিলের পাড় এলাকার মৃত জাকির হোসেন সুমনের ছেলে মো. ইসমাইল হোসেন তরু (২১), মালগ্রাম চাপড়পাড়া এলাকার মো. মোয়াজ্জেম হোসেন ছেলে মো. মোমিন (২১), ঠনঠনিয়া নতুন পাড়া এলাকার মো. রাজু আহম্মেদের ছেলে মোঃ আহসান হাবীব (২০), ঠনঠনিয়া নতুন পাড়া এলাকার মো. আমিনুর রহমান রিবুর ছেলে মো. ফারদিন চৌধুরী (২২), ঠনঠনিয়া হিন্দুপাড়া এলাকার শ্রী মিন্টু সরকার ছেলে শ্রী অন্তুর সরকার (২১) ও খান্দার ভিআইপি রোড এলাকার মো. মাসুদ বেপারীর ছেলে মো. রাহুল খান কারিম (২১)। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ১টি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি কাঠের বাটযুক্ত রাম দা, দুটি বার্মিজ চাকু, একটি প্লাষ্টিকের রশি, একটি সচ্ছ স্কচটেপ, একটি বাজার করা প্লাটিকের ব্যাগ। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তাকৃতরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার কথা স্বীকার করে। বগুড়া ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু থানায় ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে পৃথক এজাহার দায়ের করা হয়েছে। Share this:FacebookX Related posts: বগুড়ায় ১০ টাকা কেজির ৫০ বস্তা চালসহ এক ব্যক্তি আটক বগুড়ায় বিপ্লব হত্যার ২ বছর পর রহস্য উদঘাটন, গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্রসহ আটক এক বগুড়ায় আ.লীগের বহিষ্কৃত সম্পাদক গ্রেফতার অস্ত্রসহ ছবি দিয়ে ভাইরাল ছাত্রলীগ নেতা রাজশাহীতে গ্রেফতার বগুড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১ র্যাফেল ড্র এর টিকিট বিক্রি’র দায়ে নাচোলে ১৩ জনের বিনাশ্রম কারাদন্ড গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক নাটোরে বিদেশী পিস্তলসহ অস্ত্রব্যবসায়ী গ্রেফতার ধুনটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণসহ হত্যা মামলার ৪ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রাণীনগরে ইয়াবাসহ গ্রেফতার-২ SHARES Matched Content অপরাধ বিষয়: ৮ সদস্য গ্রেফতারঅস্ত্রসহআন্তঃজেলা ডাকাত দলেরবগুড়ায়