হাতিয়ায় এক ডাক্তারসহ নতুন আক্রান্ত ১৭জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ অনলাইন ডেস্ক ; মেডিকেল অফিসার একজন, স্বাস্থ্য সহকারী দুইজন, পল্লী চিকিৎসক একজনসহ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনাই নতুন আক্রান্ত ১৭জন, মোট আক্রান্ত ৫৫জন। বুধবার সকলে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান। গত মাসেও যে সংখ্যা ছিল ১০ জনে একমাসে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৫ জনে। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। জানা যায় উপসর্গ থাকায় গত শনিবার সকালে হাতিয়া থেকে ৩৮ জনের নমুনা পাঠানো হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ল্যাবে। বুধবার সকালে মেইলে ৩৮জনের নমুনার ফলাফল পাঠানো হয় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে ১৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়ায় যায়। নতুন আক্রান্ত ১৭ জন হলো হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, দুইজন স্বাস্থ্য সহকারী, একজন পল্লী চিকিৎসক, উপজেলা ভুমি অফিসের এক কর্মচারী, বিদ্যুৎ অফিসের দুইজন লাইন ম্যান, দুইজন প্রধান শিক্ষক, ঔষধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি, চরঈশ্বর ৫নং ওয়ার্ডের এক গৃহীনি, পৌরসভার ৬নং ওয়ার্ডের দুইজন, ৫নং ওয়ার্ডের একই পরিবারের ৩জন ও মেঘনা গ্রুপের একজন বিক্রয় প্রতিনিধি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম আক্রান্ত সকলের বাড়ী লকডাউন করে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, যেহেতু আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে আমরা নতুন করে কিছু সিদ্বান্ত নেব যা অছিরেই বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য হাতিয়াতে প্রথম থেকে বুধবার পর্যন্ত ৪৬৫ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৪৫০জনের নমুনার ফলাফল পাওয়া যায়। যাতে নতুন ১৭জন সহ ৫৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১জনকে করোনা মুক্ত ঘোষনা করা হয়। Share this:FacebookX Related posts: নোয়াখালীর হাতিয়ায় তলিয়ে গেছে ৪ ইউনিয়ন হাতিয়ায় যুবকের লাশ উদ্ধার হাতিয়ায় ঝড়ে শতাধিক ঘরবাড়ী বিদ্ধস্ত, বজ্রপাতে আহত ৪ হাতিয়ায় মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাতিয়ায় পূর্ণিমার জোয়ারে ৩ ইউনিয়নের ১০ গ্রাম প্লাবিত হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত হাতিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগে প্রতারনার অভিযোগে এক ব্যক্তি আটক হাতিয়ায় ছাগল মেলা অনুষ্ঠিত হাতিয়ায় ইটাভাটায় অভিযানে জরিমানা হাতিয়ায় ইটভাঁটাকে ৫০ হাজার টাকা জরিমানা হাতিয়ায় সরকারী নিয়ম ভঙ্গ করায় দুটি ইটভাটা বন্ধ হাতিয়ায় গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫ SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: এক ডাক্তারসহনতুন আক্রান্ত ১৭জনহাতিয়ায়