হাতিয়ায় যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

অনলাইন ডেস্ক ; নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের জোবেদ আলী বাজার সংলগ্ন একটি পুকুর থেকে রহমত উল্যাহ ফরিদ (৩৫ ) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধরার ভোরে পরিত্যাক্ত পুকুরে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাতিয়া থানার-পরিদর্শক (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। ফরিদ উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জোবেদ আলী বাজার এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টায় ফরিদ বাড়ি থেকে বের হয়ে ঔষধ আনতে জোবেল আলী বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আজ ভোরে একটি পরিত্যাক্ত পুকুরে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফরিদের গলায় ও গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় গুঞ্জন ছড়িয়েছে, একটি পরকীয়া প্রেমকে কেন্দ্র করে ফরিদকে হত্যা করা হয়েছে।