রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২ অনলাইন ডেস্ক : রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরাপার্সনের ওপর হামলার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত সোমবার রাতে মহানগরের রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব। এজাহারভুক্ত আসামিরা হলেন বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ (৫৫), ভান্ডার রক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের দফতরের পিয়ন সেলিম (৪১), নির্বাহী পরিচালকের পিএ নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামূল (৩৫), পিয়ন ফারুক (৪০) ও ড্রাইভার আব্দুস সবুর (৪২)। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এ ছাড়াও ভিডিও ফুটেজ দেখে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে বিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিএমডিএর দুই কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়। সাংবাদিকদের আন্দোলনের মুখে হামলায় জড়িত ভান্ডার রক্ষক মো. জীবন ও পরিচালকের গাড়ি চালক আব্দুস সবুরকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। বিএমডিএর চেয়ারম্যান আক্তার জাহান বলেন, আমরা সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছি। সেখানে ভিডিও ফুটেজ দেখে দুই সাংবাদিকের উপর হামলার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি আরও বলেন, বিষয়টি তদন্তে কমিটি করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ সঙ্গে আরও কারা জড়িত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান আক্তার জাহান। রাজশাহীতে সংবাদ সংগ্রহের সময় এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরের আমবাগান এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, প্রাথমিকভাবে আমরা দুইজনের বরখাস্তের দাবি করেছিলাম। সে দাবি পুরন হয়েছে। আরও ৫ জনের বিষয়ে আমরা জানিয়েছি। তাদের কালকের (বুধবার) মধ্যে বদলির দাবি জানিয়েছি। কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছেন। এর পর সাংবাদিকদের আন্দোলন স্থগিত করা হয়। সকালে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল নতুন সময়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন কি না, সে সম্পর্কে সংবাদ সংগ্রহ করছিলেন। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুর রশীদ তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এর কিছুক্ষণ পর বুলবুল হাবিব সরাসরি সম্প্রচার শুরু করে। এ সময় আব্দুর রশীদের নির্দেশে ভান্ডার রক্ষক জীবনের নেতৃত্বে কয়েকজন কর্মচারী দুই সাংবাদিকের উপর হামলা করে। এতে গুরুত্বর আহত হন ক্যামেরাপার্সন রুবেল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করে। বুলবুল প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়লেও রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত রুবেলকে রামেক হাসপাতালের ৩৩নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, রুবেলের কানের পর্দা ফেটেছে। কানের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। Share this:FacebookX Related posts: রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষকের আত্মহত্যা চিরনিদ্রায় শায়িত রাজশাহীর সিনিয়র সাংবাদিক মাসুম রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধিতে ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার পোরশায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় বীরগঞ্জে সাংবাদিক মিলন করোনা আক্রান্ত রাজশাহীতে ড্রেনে ভেসে যাচ্ছে টাকা! রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত মদ পানে রাজশাহীতে ৬ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪ রাজশাহীতে ‘জয়িতা’ পুরষ্কারের জন্য নির্বাচিত ১০ নারী রাজশাহীতে ৩ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা আম রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধি SHARES Matched Content দেশের খবর বিষয়: ১৭ জনের বিরুদ্ধে মামলাওপররাজশাহীতেসাংবাদিকেরহামলায়