রাজশাহীতে ৩ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা আম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মে ৮, ২০২২ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ৩ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে গাছ থেকে ঝরে পড়া আম। আশানুরূপ বৃষ্টি না হওয়ায় খরায় আম ঝরে পড়ছে। ঝরে পড়া সেই আম বাগান থেকে সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে। সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মৌসুমী আম ব্যবসায়ীরা সকাল থেকে ভ্যানগাড়ি নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে ঝরে পড়া আম কিনছেন। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা ৩ টাকা কেজি দরে আম কিনছেন। সেই আম বানেশ্বরসহ বিভিন্ন বাজারে গিয়ে পাইকারি দামে ৪ টাকা কেজিতে বিক্রি করবেন। অনেকে আবার এই আম বেশি লাভের আশায় বিক্রির উদ্দেশ্যে ট্রাক করে ঢাকায় পাঠাচ্ছেন। স্থানীয় আমচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈশাখের চড়া রোদে আমের বোঁটা নরম হয়ে যায়। এরপর একটু বাতাস হলেই ঝরে পড়ে। আমাদের গ্রামের সাধারণ মানুষ আম কুড়িয়ে মৌসুমি ব্যবসায়ীদের কাছে ৩ টাকা কেজি দরে বিক্রি করছেন। উপজেলার রায়পুর গ্রামের আমবাগানের মালিক ছদর উদ্দিন বলেন, এবার আবহাওয়ার কারণে উপজেলাজুড়ে আমের মুকুল কম এসেছিল। এ জন্য বাগানগুলোতে আমও কম এসেছিল। এরই মধ্যে প্রখর রোদের কারণে একটু বাতাসে আম ঝরে যাচ্ছে। ছোট ছেলেমেয়েরা সেই আম কুড়িয়ে ৩ টাকা কেজি দরে বিক্রি করছে। একই এলাকার আমবাগানের প্রহরী নুরুল ইসলাম বলেন, আমি আমবাগান পাহারা দিই। মালিকেরা মাচা তৈরি করার জন্য বলেছেন। সেই মোতাবেক বাগান পাহারা দেয়ার জন্য মাচা তৈরির কাজ শুরু করেছি। তবে এখন বাতাসে যে আম ঝরে পড়ছে, সেগুলো কুড়িয়ে বিক্রি করছি। এসব আম ৩ টাকা কেজি ধরে বিক্রি করছি। বাগানমালিকেরা এগুলোর টাকা নেন না। উপজেলার ডাকরা এলাকার কামাল হোসেন নামে এক মৌসুমি আম ব্যবসায়ী বলেন, আমরা প্রতিবছরই ঝরে পড়া আম কিনে ঢাকায় পাঠাই। গতবার এসব আম দেড় টাকা থেকে দুই টাকা দরে ক্রয় করেছি। তবে এবার বাগানগুলোতে আম কম থাকায় ৩ টাকা কেজি দরে কিনছি। চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, এ উপজেলায় ৩ হাজার ৮০০ হেক্টর জমিতে আমগাছ রয়েছে। গত কয়েক মাস ধরেই এই অঞ্চলে বৃষ্টি নেই। ফলে পানির স্তর নিচে নেমে গেছে। তাপমাত্রাও দিনদিন বাড়ছে। অতিরিক্ত খরার কারণে আমের গুটি ঝরে পড়ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমচাষিদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। আশা করছি, আমাদের পরামর্শ নিয়ে চাষিরা লাভবান হবেন। Share this:FacebookX Related posts: রাজশাহীতে রমজান এলেই বাড়ে হাতে ভাজা মুড়ির কদর রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষকের আত্মহত্যা রাজশাহীতে কলেজছাত্রী ধর্ষণ, ৩ আসামি গ্রেফতার আদালত চালুর দাবীতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধিতে ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ রাজশাহীতে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে ড্রেনে ভেসে যাচ্ছে টাকা! রাজশাহীতে বন্যা-জলাবদ্ধতায় মাছ ও ফসলের ৪৫ কোটি টাকা ক্ষতি রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত মদ পানে রাজশাহীতে ৬ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪ আত্রাইয়ে সবুজ পাতার আঁড়ালে ঝুলছে কাঁচা আম প্রণোদনা না দেওয়ায় রাজশাহীতে কমেছে সূর্যমুখীর চাষ SHARES Matched Content দেশের খবর বিষয়: ৩ টাকা কেজিতেকাঁচা আমবিক্রি হচ্ছেরাজশাহীতে