বীরগঞ্জে সাংবাদিক মিলন করোনা আক্রান্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ স্টাফ রিপোর্টার : দিনাজপুরে আরেক সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছে। তিনি হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাংবাদিক মো.নাজমুল ইসলাম মিলন(৪২)। সংবাদ সংগ্রহ আর রাজনৈতিক কর্মকাণ্ডে অবিরাম ছুঁটে চলা মিলন করোনা পজেটিভ বলে নিজেই এ প্রতিবেদককে ফেসবুক ইনবক্স প্যাসেঞ্জারে জানিয়েছেন। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ককর্মকর্তা তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর শরীরে তেমন কোন করোনার উপসর্গ নেই। তবে, ৫/৬দিন আগে শরীরে সামান্য জ্বর এবং শরীর ব্যাথা ছিলো তার। তিনি ২২ জুলাই নমুনা পরীক্ষার জন্য দেন। আজ রাতে তার রিপোর্ট এসেছে পজিটিভ। সাংবাদিক মিলন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি। তিনি জয়যাত্রা টেলিভিশন এবং দৈনিক ভোরের কাগজের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও রাজনৈতিক সংংগঠন জাতীয় পার্টি’র (এরশাদ ) উপজেলা পর্যায়ের নেতাও তিনি।সাংবাদিক মিলনের সহযোগিতার হাত প্রসারিত ও সাংগঠনিক ব্যক্তিত্ব। মানবসেবাতেও পিছিয়ে নেই তিনি। এই প্রতিবেদককে তিনি জানিয়েছেন, মনোবলের দিক দিয়ে সুস্থ্য আছেন তিনি। তারপরও তিনি দোয়া কামনা করেছেন সকলের। উল্লেখ্য, এর আগে দিনাজপুরে আরো ৬ সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছেন। এরা হলেন, জেলা শহরের প্রবীন সাংবাদিক দৈনিক দিনবদলের সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, দৈনিক পত্রালাপের ফটো সাংবাদিক ফজলুর রহমান বাবু, হাকিমপুর ( হিলি)উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন এবং বিরামপুর উপজেলার দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জাকিরুল ইসলাম জাকির। বিরামপুর উপজেলার প্রবীণ সাংবাদিক মোহনা টেলিভিশনের প্রতিনিধি আকরাম হোসেন এবং খানসামা উপজেলার সাংবাদিক ধিমান দাস করোনা আক্রান্ত হয়েছেন। তারা কেউ কেউ এখন সুস্থ্য। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিজয়নগরে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বগুড়া প্রেসক্লাবের সভাপতি নয়ন, সম্পাদক আরিফ আত্রাই প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন সড়ক নির্মাণ কাজে অনিয়ম, রিপোর্ট করায় ৫ সাংবাদিককে মারধর নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লোবস বিতরণ করোনা আক্রান্ত সাংবাদিকের বাসায় তালা দিলেন এলাকাবাসী জয়পুরহাটে আরও ৪ জন করোনা আক্রান্ত চিরনিদ্রায় শায়িত রাজশাহীর সিনিয়র সাংবাদিক মাসুম রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক পুনঃনির্বাচিত মেয়র ও সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে এমপির মামলা আত্রাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও-ওসির মতবিনিময় SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনা আক্রান্তবীরগঞ্জেসাংবাদিক মিলন