রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষকের আত্মহত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মে ৮, ২০২০ অনলাইন ডেস্ক : রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিজ বাড়ির পাশের আমগাছের ডালে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। স্কুল শিক্ষাকের নাম, জুয়েল আহম্মেদ (৩০)। তিনি উপজেলার জোতরাঘব এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ও পটুয়াখালি জেলার সদর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় দেড়বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হতো। এক পর্যায়ে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। অপর দিকে তার চাকরি বেতনভুক্ত না হওয়ার কারণেও সে প্রচণ্ড বিপর্যয়ে ছিলেন। ধারনা করা হচ্ছে সে সমস্ত কারণেই জুয়েল আত্মহত্যার পথ বেছে নেই। বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পারিবারিকভাবে কারও কোন অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি। পরে দাফন করার অনুমতি দেওয়া হয়। Share this:FacebookX Related posts: রাজশাহীতে আনসার সদস্যকে পেটালো আ.লীগ নেতা রাজশাহীতে উপজেলা অতিক্রম করা নিষিদ্ধ রাজশাহীতে এবার আম বিক্রিতে গুরুত্ব পেয়েছে অনলাইন আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা রাজশাহীতে কাঁচা সড়কে দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ রাজশাহীতে নতুন করোনা শনাক্ত ১৯৪, সুস্থ ১১৬ রাজশাহীতে বেদে নারীদের চাঁদাবাজি, অতিষ্ঠ মানুষ রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২ রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৯ জন গ্রেফতার রাজশাহীতে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা রাজশাহীতে মিথ্যা মামলা করে ধরা খেলেন বাদী SHARES Matched Content দেশের খবর বিষয়: গলায় ফাঁস দিয়েরাজশাহীতেশিক্ষকের আত্মহত্যা