রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধি

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

অনলাইন ডেস্ক : শুকনো মৌসুম শেষে বর্ষার আগমনে রাজশাহীর পদ্মায় পানি বাড়ছে। মে মাসের মাঝামাঝি থেকেই পানি বাড়তে শুরু করেছে। এক মাসের ব্যবধানে পানির উচ্চতা বেড়েছে ৩ দশমিক ৬০ মিটার।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩৫ মিটার। পদ্মার পানি রাজশাহীতে বিপদসীমা থেকে ৬ দশমিক ১৫ মিটার নিচে অবস্থান করলেও উদ্বেগে পদ্মা পাড়ের মানুষ।

প্রমত্তা পদ্মায় পানি বাড়লেই ভাঙ্গণের শঙ্কা বাড়ে। গত মৌসুমে পদ্মার পানি বিপদসীমা (১৮ দশমিক ৫০ মিটার) ছুঁই ছুঁই অবস্থায় রাজশাহীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন। গত বছর ২০ অগাস্ট সর্বোচ্চ পানির উচ্চতা ছিলো ১৭ দশমিক ৮৫ মিটার। ২০১৩ সালে রাজশাহীতে পানির সর্বোচ্চ উচ্চতা রেকর্ড হয়েছিল ১৮ দশমিক ৭০ মিটার। এরপর আর বিপদসীমা অতিক্রম করেনি।

বর্তমানে পদ্মার পানি বিপদসীমার অনেক নিচে থাকলেও সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর রাজশাহীর নদীপাড়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে সর্তকতার সঙ্গে পানি বৃদ্ধিতে নজরসহ উদ্ভুত পরিস্থিতির বিবেচনায় পূর্ব প্রস্তুতির কথা শোনাচ্ছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার মহানগরীর আই (গ্রয়েন) বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধের তলদেশে আছড়ে পড়া স্রোতের গতি বাড়ছে। গত কয়েকদিনের চেয়ে নদীতে স্রোত গতি পেয়েছে।

নদীর এই বাঁধে প্রতিদিন রাতে মাছ শিকার করেন আশরাফ হোসেন। তিনি বলেন, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্রোতের গর্জন বাড়ছে। পানি বাড়লে ভাঙ্গণের শঙ্কা বাড়ে। সিলেট-সুনামগঞ্জের আকস্মিক বন্যা এখানে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাজশাহীর চর মাঝারদিয়ারের বাসিন্দা সুজন আলী বলেন, পদ্মার পানি বাড়ছে। প্রতি বছরই এ সময় পানি বাড়ে। পদ্মা পাড়ের মানুষের জন্য পানি বৃদ্ধি ততক্ষণ পর্যন্ত ভালো, যতক্ষণ না পাড়ের ভাঙ্গণ শুরু হয়। এখনও ভাঙ্গণের মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি। তবে, সিলেটের বন্যা পরিস্থিতি চরাঞ্চলের মানুষকে উৎকণ্ঠার মধ্যে ফেলেছে। আর পাওবোর প্রস্তুতি এখন থেকেই জোরদার করা উচিৎ। কেননা দেখা যায়, যখন ভাঙ্গণ শুরু হয়ে মানুষ দিশেহারা- সে সময় দায়সারা জিও ব্যাগ ফেলে নিজেদের দায়িত্ব পালন করা হয়।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডেও (পাউবো) গেজরিডার মো. এনামুল হক বলেন, গত মে মাসের ১৭ তারিখ থেকে পদ্মায় পানি বাড়ছে। ১৭ মে পানির উচ্চতা ছিলো ৮ দশমিক ৭৫ মিটার। যেটা মঙ্গলবার দুপুর ৩টায় ১২ দশমিক ৩৫ মিটার। ১৯ জুন সন্ধ্যা ৬টায় ছিল ১১ দশমিক ৯৯ মিটার। ১৮ জুন সন্ধ্যা ৬টায় ১১ দশমিক ৫৮ মিটার এবং শুক্রবার (১৭ জুন) দিনের সর্বোচ্চ সন্ধ্যা ৬টায় ছিলো ১১ দশমিক ৪৪ মিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম শেখ বলেন, দেশে বন্যার উদ্ভুত পরিস্থিতিতে রাজশাহীর পদ্মাপাড়ের মানুষের মাঝে উদ্বেগ আছে। তবে, রাজশাহীতে বন্যার মতো দূর্যোগের আশংকা আপাতত নেই। পানি বেশি বাড়লে ভাঙ্গণ দেখা দিতে পারে। এ জন্য ১০ হাজার জিও ব্যাগ মজুদ আছে।

তিনি আরও বলেন, মহানগরীতে ক্ষতিগ্রস্ত বাঁধ তেমন নাই। তবে, ট্রি-গ্রয়েন কেশবপুর এলাকায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তাদের নজরদারিতে আছে। এছাড়া, চকরাজপুর, গোদাগাড়ি, বাঘায় কিছু পয়েন্ট আছে। সে বিষয়েও তারা সর্তক আছেন।